Sunday, October 9, 2016

কথা

মেয়েঃ বাবু ,শুভ জন্মদিন ।
ছেলেঃ Thanks সোনা ।
মেয়েঃ বাবু , আজ সন্ধ্যা ৭:৩০ টায়
আমি তোমার বাড়িতে আসবো ।
ছেলেঃ সত্যি ?
Promise ?
মেয়েঃ I Promise.
I love You.
বাবু যাই কিছু হয়ে যাক,
আমি আসবোই ।
ছেলেঃ I Love You too.
তাহলে আমি তোমার পছন্দের
ডিনার তৈরী করছি ।
মেয়েঃ ঠিক আছে ।
৭:৩০ বাজছে,
কিন্তু , এখনো মেয়েটা এলো না ।
১ ঘন্টা পর ৮:৩০ মেয়েটা এলো,
ছেলেঃ কি ব্যপার এতো দেরি
হলো
যে ?
মেয়েঃ জড়িয়ে ধরে বললোঃ
Sorry বাবু , রাস্তায় ভীষন
ট্রাফিক ।
ছেলেঃ আচ্ছা ঠিক আছে,
চলো ডিনার করি ।
একটু পর মেয়েটির মায়ের ফোন
আসলো ছেলেটির কাছে

মেয়েটির মাঃ (কাঁন্নাজড়িত
কন্ঠে)
আমি তোমাকে কিছু বলতে চাই,
আমি এখন হাসপাতালে,
আমার মেয়ে আর বেঁচে নেই ।
ছেলেঃ কি ?
আপনি কি বলছেন ?
মেয়েটির মাঃ ১ ঘন্টা আগে তার
গাড়ি এক্সিডেন্ট
করেছে ।
ছেলেটি অবাক হয়ে মেয়েটির
দিকে তাকালো,
দেখলো অন্ধকারে মেয়েটি
মোমবাতি হাঁতে
ছেলেটিকে বললোঃ
মেয়েঃবাবু , আমি আমার Promise
রেখেছি,
"ভালোবাসার কাছে মরণ ও কিছুই
নয়,
যদি কাউকে সেই ভালোবাসা টা
অন্তর থেকে ভালোবেসে থাকা
যায় ।"
স্বার্থ দিয়ে ভালোবাসা হয় না

No comments:

Post a Comment