Saturday, October 8, 2016

আমার হারিয়ে ফেলার কিছু নেই বা খুজে পাওয়ার কিছু নেই। মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি আবার খুজে পাই। আর এই নিজেকে হারানোর কারণ ও আছে। যে জীবনে স্বপ্ন, আশা, ইচ্ছা, ভবিষ্যৎ বলে কিছু নেই সে নিজেকে হারাবে এটাই স্বাভাবিক। তবে নিজেকে হারিয়ে খুজে পাওয়ার মধ্য একটা আনন্দ আছে। আর এই আনন্দ টা এতো কষ্টের যে বিধাতা সবাইকে দেয় না।

No comments:

Post a Comment