Saturday, October 8, 2016

ভালবাসা মানুষকে অনেক সুখ দেয়

আবার কষ্ট ও দেয়।

ভালবাসা সবাই চায়

কিন্তু সবাই ভালবাসা পাই না ।

সব ভালবাসা পেতে হয় না ।

ভালবাসা চাইতে সমষ্যা নেয়

কিন্তু পেতে হয়না

কারণ পেতে সমষ্য।

পৃথিবীতে সব কিছু চাইতে হয়না

কারণ যদি সব কিছু পেয়ে যান

তাহলে এক সময় মনে হবে

পাওয়ার আকুলতা থাকবে না।

যেমন আমি উদাহরন দিয়ে বলি

বাংলাদেশে ১৬ কোটি মানুষ

১৬ কোটি মানুষ যদি তার মত

করে তার ভালবাসা কিংবা পৃথিবীকে

জয় করতে চায়

তাহলে ১৬ কোটি পৃথিবী দরকার।

একটি পৃথিবীতে মানুষ তার সপ্ন

পূরণ করতে পারবে না

১৬ কোটি মানুষের জন্য

১৬ কোটি পূথিবী দরকার।

সব কিছু চাইতে হয়না

আর সব কিছু চাইলে ও

পাওয়ার জন্য এত বেশি আকুল

হওয়ার প্রয়োজন নেয় ।

কারণ তাতে ধ্বংশ চলে আসে_/

আর তাই আমি আমার নিয়তিকে মেনে  নি‌য়ে‌ছি 

No comments:

Post a Comment