Friday, October 7, 2016

যদি অনেক টাকা হত, তাহলে আমি সবার জন্য কিছু না কিছু কিনতাম। সবাই যাতে অন্তত একটা দিন একটু হলেও ভালো খায়, ভালো জামা-কাপড় পরে, একটু আনন্দ ফুর্তি করে এইসব হাবিজাবি। ইস; আমাদের দেশে কত গরীব লোকজন, সবাই যদি একদিনের জন্য হলেও মন খুলে হাসতে পারতো। . এইটা আমার মনের একদম ভিতর থেকে চাওয়া। কোন খুঁত নাই, একশো টাকা বাজি। আমি মানুষটা খারাপ হতে পারি, কিন্তু আমার এই চাওয়াটা অকৃত্তিম।

No comments:

Post a Comment