Friday, October 14, 2016

মিথ্যা ভালবাস্

----------মিথ্যা অভিনয়-------
ভালবাসা,
হ্যা, সত্যিই একটি মধুর শব্দ
কিন্তু, এর বাস্তবায়নে হয় কোন পদার্থ?

খুজেছি ভালবাসা
খুজেছি ভালবাসার একজন মানুষ,
খুজতে গিয়ে দেখেছি, সবাই নগ্ন বেহুস।
মুখে বলি ভালবাসি,
আসলেই কি আমরা ভালবাসি,
নাকি প্রয়োজনের তাগিদে ভালবাসার অভিনয় করি ?
আবেগ নয়, বাস্তবতা দিয়ে বলছি ----
এ যুগে ভালবাসা, সেতো ভালবাসা নয়
সে শুধু চাওয়া পাওয়ার হিসাব মেলানোর অভিনয়।

ভালবাসার মূল শেকর খুড়তে গিয়ে দেখেছি
সে এখন আর মাটির গভীরে নয়,
সে এখন মাটির উপরেই বয়ে বেড়ায়।
ভালবাসা নেই তা বলবোনা, আছে
তবে সে এখন শুধু পোষাকি শব্দ
যেমন নিত্য নতুন ডিজাইনার, তেমনি নিত্য নতুন পোষাক৷

অন্যের গহিনে
নিজের জন্য ভালবাসা,
সেতো অবুজের অমূলক আশা।
সেই বেশি পাবে
যে নিজেকে যতো বেশি ভালোবাসবে,
কারন, অন্যের আয়োজনে সে তো শুধু
অভিনয়ের সামিল হবে।

তাই আমি বলবো
আমি শুধু আমাকেই ভালবাসি
অন্য কাউকে নয়, মিথ্যা অভিনয় ।।

ভুল‌তে পা‌রি তোমা‌কে

কাউকে কাছে পেয়ে হারানোর কষ্ট কতটুকু তা
শুধু সেই মানুষগুলোই জানে,
যার জীবন থেকে এমন কেউ হারিয়ে গেছে ।
আমি সেই কষ্টটাকে খুব কাছেথেকে দেখেছি

কিন্তু তুমি কি জানো আমি সেই কষ্ট কে ভুলে
যাই,
হ্যাঁ আমি তোমার চলে যাওয়ার কষ্টটাকে ভুলে যাই
যখন আমার মনে পড়ে যায়
তোমার মিথ্যা ভালবাসার অভিনয়ের কথাগুলো…।

Sunday, October 9, 2016

কথা

মেয়েঃ বাবু ,শুভ জন্মদিন ।
ছেলেঃ Thanks সোনা ।
মেয়েঃ বাবু , আজ সন্ধ্যা ৭:৩০ টায়
আমি তোমার বাড়িতে আসবো ।
ছেলেঃ সত্যি ?
Promise ?
মেয়েঃ I Promise.
I love You.
বাবু যাই কিছু হয়ে যাক,
আমি আসবোই ।
ছেলেঃ I Love You too.
তাহলে আমি তোমার পছন্দের
ডিনার তৈরী করছি ।
মেয়েঃ ঠিক আছে ।
৭:৩০ বাজছে,
কিন্তু , এখনো মেয়েটা এলো না ।
১ ঘন্টা পর ৮:৩০ মেয়েটা এলো,
ছেলেঃ কি ব্যপার এতো দেরি
হলো
যে ?
মেয়েঃ জড়িয়ে ধরে বললোঃ
Sorry বাবু , রাস্তায় ভীষন
ট্রাফিক ।
ছেলেঃ আচ্ছা ঠিক আছে,
চলো ডিনার করি ।
একটু পর মেয়েটির মায়ের ফোন
আসলো ছেলেটির কাছে

মেয়েটির মাঃ (কাঁন্নাজড়িত
কন্ঠে)
আমি তোমাকে কিছু বলতে চাই,
আমি এখন হাসপাতালে,
আমার মেয়ে আর বেঁচে নেই ।
ছেলেঃ কি ?
আপনি কি বলছেন ?
মেয়েটির মাঃ ১ ঘন্টা আগে তার
গাড়ি এক্সিডেন্ট
করেছে ।
ছেলেটি অবাক হয়ে মেয়েটির
দিকে তাকালো,
দেখলো অন্ধকারে মেয়েটি
মোমবাতি হাঁতে
ছেলেটিকে বললোঃ
মেয়েঃবাবু , আমি আমার Promise
রেখেছি,
"ভালোবাসার কাছে মরণ ও কিছুই
নয়,
যদি কাউকে সেই ভালোবাসা টা
অন্তর থেকে ভালোবেসে থাকা
যায় ।"
স্বার্থ দিয়ে ভালোবাসা হয় না

Saturday, October 8, 2016

ভালবাসা মানুষকে অনেক সুখ দেয়

আবার কষ্ট ও দেয়।

ভালবাসা সবাই চায়

কিন্তু সবাই ভালবাসা পাই না ।

সব ভালবাসা পেতে হয় না ।

ভালবাসা চাইতে সমষ্যা নেয়

কিন্তু পেতে হয়না

কারণ পেতে সমষ্য।

পৃথিবীতে সব কিছু চাইতে হয়না

কারণ যদি সব কিছু পেয়ে যান

তাহলে এক সময় মনে হবে

পাওয়ার আকুলতা থাকবে না।

যেমন আমি উদাহরন দিয়ে বলি

বাংলাদেশে ১৬ কোটি মানুষ

১৬ কোটি মানুষ যদি তার মত

করে তার ভালবাসা কিংবা পৃথিবীকে

জয় করতে চায়

তাহলে ১৬ কোটি পৃথিবী দরকার।

একটি পৃথিবীতে মানুষ তার সপ্ন

পূরণ করতে পারবে না

১৬ কোটি মানুষের জন্য

১৬ কোটি পূথিবী দরকার।

সব কিছু চাইতে হয়না

আর সব কিছু চাইলে ও

পাওয়ার জন্য এত বেশি আকুল

হওয়ার প্রয়োজন নেয় ।

কারণ তাতে ধ্বংশ চলে আসে_/

আর তাই আমি আমার নিয়তিকে মেনে  নি‌য়ে‌ছি 

ভালবাসা মানুষকে অনেক সুখ দেয়
আবার কষ্ট ও দেয়।
ভালবাসা সবাই চায়
কিন্তু সবাই ভালবাসা পাই না ।
সব ভালবাসা পেতে হয় না ।
ভালবাসা চাইতে সমষ্যা নেয়
কিন্তু পেতে হয়না
কারণ পেতে সমষ্য।
পৃথিবীতে সব কিছু চাইতে হয়না
কারণ যদি সব কিছু পেয়ে যান
তাহলে এক সময় মনে হবে
পাওয়ার আকুলতা থাকবে না।
যেমন আমি উদাহরন দিয়ে বলি
বাংলাদেশে ১৬ কোটি মানুষ
১৬ কোটি মানুষ যদি তার মত
করে তার ভালবাসা কিংবা পৃথিবীকে
জয় করতে চায়
তাহলে ১৬ কোটি পৃথিবী দরকার।
একটি পৃথিবীতে মানুষ তার সপ্ন
পূরণ করতে পারবে না
১৬ কোটি মানুষের জন্য
১৬ কোটি পূথিবী দরকার।
সব কিছু চাইতে হয়না
আর সব কিছু চাইলে ও
পাওয়ার জন্য এত বেশি আকুল
হওয়ার প্রয়োজন নেয় ।
কারণ তাতে ধ্বংশ চলে আসে_/

বলবো না আকাশের চাঁদ এনে দেবো বলবো না তুমি রাজকন্যা শুধু জিজ্ঞেস করি দেবে কি পারি হোক যত ঝড় বন্যা এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি এক পাশে সাগর এক পাশে বালি আমার ছোট তরী বলো যাবে কি? আমার ছোট তরী বলো যাবে কি?

বলবো না আকাশের চাঁদ এনে দেবো

বলবো না তুমি রাজকন্যা

শুধু জিজ্ঞেস করি দেবে কি পারি

হোক যত ঝড় বন্যা

এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি

এক পাশে সাগর এক পাশে বালি

আমার ছোট তরী বলো যাবে কি?

আমার ছোট তরী বলো যাবে কি?

বলবো না আকাশের চাঁদ এনে দেবো বলবো না তুমি রাজকন্যা শুধু জিজ্ঞেস করি দেবে কি পারি হোক যত ঝড় বন্যা এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি এক পাশে সাগর এক পাশে বালি আমার ছোট তরী বলো যাবে কি? আমার ছোট তরী বলো যাবে কি?

আমার হারিয়ে ফেলার কিছু নেই বা খুজে পাওয়ার
কিছু নেই। মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি
আবার খুজে পাই। আর এই নিজেকে হারানোর
কারণ ও আছে। যে জীবনে স্বপ্ন, আশা, ইচ্ছা,
ভবিষ্যৎ বলে কিছু নেই সে নিজেকে হারাবে
এটাই স্বাভাবিক। তবে নিজেকে হারিয়ে খুজে
পাওয়ার মধ্য একটা আনন্দ আছে। আর এই আনন্দ টা
এতো কষ্টের যে বিধাতা সবাইকে দেয় না। আ







আমার হারিয়ে ফেলার কিছু নেই বা খুজে পাওয়ার কিছু নেই। মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি আবার খুজে পাই। আর এই নিজেকে হারানোর কারণ ও আছে। যে জীবনে স্বপ্ন, আশা, ইচ্ছা, ভবিষ্যৎ বলে কিছু নেই সে নিজেকে হারাবে এটাই স্বাভাবিক। তবে নিজেকে হারিয়ে খুজে পাওয়ার মধ্য একটা আনন্দ আছে। আর এই আনন্দ টা এতো কষ্টের যে বিধাতা সবাইকে দেয় না।